বহু পুরাতন মন্দিরটিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমায়।
রাজ-রাজেশ্বরী মন্দির ও হাজার বছরের পুরাতন বটগাছ ছাড়া অত্র ইউনিয়নে তেমন দর্শনীয় স্থান আর নেই বললেই চলে। প্রতি সপ্তাহে শনি বার ও মঙ্গলবার এখানে দূর-দূরান্ত থেকে সনাতন সম্প্রদায়ের লোকেরা এখানে আসে পূজা দেয়। রাজ-রাজশ্বরী মন্দিরে সাধারনত ছোট ছেলে সন্তান দের মুখেভাত অনুষ্ঠান হয়ে থাকে বেশী। শনি-মঙ্গলবার এলেই এখানে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রতি বছর চৈত্র মাসে বারুনীর মেলা ও বারুনীর স্নান অনুষ্ঠিত হয়। আগে মেলার পাশাপাশি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হত। শুধু সনাতন ধর্মাবল্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন বিভিন্ন মানত দিতে আসে এই মন্দির ও বটগাছের গোড়ায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS