Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দর্শনীয় স্থান
Location
০৫ নং মদাপুর ইউনিয়ন
Transportation
কালুখালী উপজেলা হতে দক্ষিণ পূর্বে মদাপুর ইউনিয়নের রাজরাজেশ্বর গাছের মন্দিরটি অবস্থিত। কালুখালী উপজেলা হতে গান্ধিমারা বাস স্ট্যান্ড থেকে ভ্যান, রিক্সা যোগে যাওয়া যায়।
Details

রাজ-রাজেশ্বর মন্দির

বহু পুরাতন মন্দিরটিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমায়।

রাজ-রাজেশ্বরী মন্দির ও হাজার বছরের পুরাতন বটগাছ ছাড়া অত্র ইউনিয়নে তেমন দর্শনীয় স্থান আর নেই বললেই চলে। প্রতি সপ্তাহে শনি বার ও মঙ্গলবার এখানে দূর-দূরান্ত থেকে সনাতন সম্প্রদায়ের লোকেরা এখানে আসে পূজা দেয়। রাজ-রাজশ্বরী মন্দিরে সাধারনত ছোট ছেলে সন্তান দের মুখেভাত অনুষ্ঠান হয়ে থাকে বেশী। শনি-মঙ্গলবার এলেই এখানে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রতি বছর চৈত্র মাসে বারুনীর মেলা ও বারুনীর স্নান অনুষ্ঠিত হয়। আগে মেলার পাশাপাশি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হত। শুধু সনাতন ধর্মাবল্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন বিভিন্ন মানত দিতে আসে এই মন্দির ও বটগাছের গোড়ায়।