০৫নং মদাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে চন্দনা নদী। এবং পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে হড়াই খাল। চন্দনা নদী ও হড়াই খাল কিছু কাল আগেও প্রচুর নব্যতা থাকায় এলাকায় পানি সরবরাহ এবং নৌপথে যাতায়াত করার জন্য উত্তম মাধ্যম ছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন বাঁধ ও বাধার মুখে চন্দনা নদী ও হড়াই খাল যৌবন হারিয়েছে। চন্দনা ও হড়াই খালের বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে আছে ইউনিয়নের সর্বত্র। সঠিক ভাবে খাল খননের ব্যবস্থা করলে বছরে বেশীর ভাগ সময় কৃষি কাজের জন্য পানি সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি মৎস্য চাষ করাও সম্ভব হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS