Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রাজ-রাজেশ্বর মন্দির, মদাপুর
বিস্তারিত

রাজ রাজেশ্বর গাছের মন্দিরঃরাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০৫ নং মদাপুর ইউনিয়নে রাজরাজেশ্বর গাছের মন্দিরটি অবস্থিত।মন্দিরটি প্রায় ২০০ (দুই শত) বছর আগের পুরানো বলে স্থানীয় লোকেরা মনে করেন। এ মন্দিরটিতে দিইটি বিশাল বড় বড় বটগাছ আছে তাছাড়া আরো আছে নানা প্রকৃতির গাছ। গাছ গুলো বেশ আকর্ষনের বিষয়। বর্ষার বানে ভেসে এই গ্রামে এসেছিলো বলে এই এলাকার মানুষ ধারনা করেন।বহু পুরাতন মন্দিরটিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমায়।রাজ-রাজেশ্বরী মন্দির ও হাজার বছরের পুরাতন বটগাছ ছাড়া অত্র ইউনিয়নেতেমন দর্শনীয় স্থান আর নেই বললেই চলে। প্রতি সপ্তাহে শনি বার ও মঙ্গলবারএখানে দূর-দূরান্ত থেকে সনাতন সম্প্রদায়ের লোকেরা এখানে আসে পূজা দেয়।রাজ-রাজশ্বরী মন্দিরে সাধারনত ছোট ছেলে সন্তান দের মুখেভাত অনুষ্ঠান হয়েথাকে বেশী। শনি-মঙ্গলবার এলেই এখানে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।এছাড়া প্রতি বছর চৈত্র মাসে বারুনীর মেলাও বারুনীরস্নান অনুষ্ঠিত হয়।আগে মেলার পাশাপাশি ঘোড়া দৌড় প্রতিযোগিতারআয়োজন করা হত। শুধু সনাতনধর্মাবল্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন বিভিন্ন মানত দিতে আসে এই মন্দির ওবটগাছের গোড়ায়।