১।মদাপুর হাট
মদাপুর হাটটি মদাপুর ইউনিয়ণ পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। সপ্তাহে দুই দিন এই হাট বসে। প্রতি শনিবার ও মঙ্গলবার এ হাট বসে। হাটে স্থানীয় লোকজনের সমাগমই বেশী তবে দূর-দূরান্ত হতে ব্যবসায়ীরা এহাটে আসে বিভিন্ন কাঁচামাল ক্রয়/বিক্রয়ের জন্য। এ হাটটি উপজেলা প্রশাসনের মাধ্যমে ইজারা প্রদান করা হয়।২। গান্ধিমার হাট/বাজার।
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন গান্ধিমারা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হাট বসে। সাপ্তাহিক রবিবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। এ হাটটিও উপজেলা প্রশাসন ইজারা প্রদান করে থাকে।৩। গোয়ালপাড়া বাজার।
প্রতিদিন সকাল সন্ধ্যা গ্রাম্য পরিবেশে এখানে বাজার বসে। বাজারে অধিকাংশ ক্রেতারাই স্থানীয়।পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস